Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা কৃষি অফিস, ঘোড়াঘাট, দিনাজপুরের তথ্য বাতায়নে স্বাগতম। খামারী অ্যাপস ব্যবহার করে পরিমিত সার প্রয়োগ করুন।


সিটিজেন চার্টার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরটি একটি সরকারী সেবামুলক প্রতিষ্ঠান। এ অধিদপ্তরের মূল দায়িত্বই হচ্ছে আধুনিক ও লাগসই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এদেশের কৃষি উন্নয়ন কমর্কান্ডে জড়িত বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র রচনা করে কৃষি উন্নয়নের গতিধারাকে তরান্বিত করা। এ কাজে কেন্দ্র থেকে মাঠ পর্ায় পযর্ন্ত প্রায় ২৪,০০০ জন কমকতা ও কমচারী কাজ করছেন। প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কৃষি পরিবেশ, কৃষকের আথসামাজিক অবস্থা, বাজার চাহিদা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ দেশের কৃষি ও কৃষকের সেবা প্রদান করে আসছে। এ অধিদপ্তরের সিটিজেন চাটার নিম্নরূপঃ

 

০১. সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারণ সহায়তা দেয়াঃ

      সব ধরনের কৃষক পরিবারের সকল সদস্য তাদের প্রয়োজন অনুযায়ী যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া।

০২. কৃষকদের দক্ষ সম্প্রসারণ সেবা প্রদানঃ

      দক্ষ সম্প্রসারণ কমীর মাধ্যমে শস্য, মৎস্য, পশু সম্পদ, বন ও পারিবারিক উদ্যোগে কৃষকের সবাধিক ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান করা।

০৩.             কৃষি বিষয়ক কমসূচী প্রণয়ন বিকেন্দ্রীকরণঃ

            তথ্য চাহিদা চিহ্নিতকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান, স্থানীয় সম্পদ সম্পকে তথ্য সংগ্রহ, কর্সূচী পরিকল্পনা, প্রশিক্ষণ এবং গণমাধ্যম

ভিত্তিকভাবে কমর্সূচী প্র্রণয়ন।

      ০৪.  চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণঃ

            চিহ্নিত চাহিদা, সমস্যা ও সম্ভাব্যতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারণ কাযর্ক্রম ও গবেষণাদির বিষয়বস্তু নির্ারণ করা।

      ০৫. সকল শ্রেণীর কৃষকদলের সাথে কাজ করাঃ

            কৃষকের কাজে সর্াধিক সুবিধা পৌছে দিতে মাঠ পর্ায়ে বিদ্যমান পারস্পরিক স্বাথ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষকদলের সাথে কাজ

করা।

      ০৬.             কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ কাযর্ক্রম জোরদারকরণঃ

            কৃষকদের উপযুক্ত পরামশ দিতে তাদের প্রয়োজন অনুযায়ী কৃষি গবেষণাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে কৃষি গবেষণা ও

কৃষি সম্প্রসারণ এর সাথে নিবিড় সম্পক গড়ে তোলা।

      ০৭. সম্প্রসারণ কমীদের জন্য প্রশিক্ষণঃ

            কৃষকের সেবাচাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কমীদের প্রশিক্ষণ দেয়া।

      ০৮.উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহারঃ

            বিভিন্ন শ্রেণীর কৃষকের সুনিদিষ্ট সম্প্রসারণ উদ্দেশ্যাবলী অজনের লক্ষ্যে সম্প্রসারণ সংস্থা ও কমীবৃন্দ খামার পরিদশন, গণমাধ্যম,

            প্রশিক্ষণ, মেলা, পরিদশন ও উদ্বুদ্ধকরণ ভ্রমন এবং অংশগ্রহণমূলক পদ্ধতিসমূহ ব্যবহার।

      ০৯.  সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদানঃ

            কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদান করে।

      ১০.  সম্মিলিত সম্প্রসারণ কাযক্রমঃ

            সম্পদসমূহের সবোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে তথ্য ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে সম্প্রসারণ সেবা দান

            করা।

      ১১.  পরিবেশ সংরক্ষণে সমন্বিত সতায়তা প্রদানঃ

            প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষার অনুকূলে ভূমি, পানি ও বায়ুদূষণ ও ক্ষয় নিয়ন্ত্রণ দূর করা; পরিবেশ সুরক্ষাকারী

            এবং ব্যবস্থাপনা ও সরকারী এবং ব্যক্তিখাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষায় সক্ষমতা বৃদ্ধি করা।

      ১২. কৃষি বাণিজ্যিকীকরণঃ

            কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা করা। ‘

      ১৩. কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারঃ

            কৃষি বিষয়ক যে কোন তথ্য, পরামশ এবং প্রযুক্তি কৃষিকমী, কৃষক এবং সাধারণ জনগণের মধ্যে পৌছানো।